হালিশহরে স্কুলসহ ১৯ ঘর পুড়ে গেছে

ফাইল ছবি

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরীর হালিশহরে আগুনে একটি স্কুলসহ ১৯টি বসতঘর পুড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৫ জানুয়ারি) ভোরে বেপারিপাড়া হাজী ইসলামিয়া ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া স্কুলটি ব্র্যাক পরিচালিত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, আগুনে একটি স্কুলসহ ১৯টি বসতঘর পুড়ে গেছে। এতে হতাহত হননি কেউ। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
এর আগে, সোমবার নগরীর আকবরশাহ থানার কর্নেলহাট এলাকায় একটি ফার্নিচার কারখানায় আগুন লেগে দুজনের মৃত্যু হয়। বিকেল ৩টা ৫০ মিনিটে লাগা আগুন সন্ধ্যা ৬ টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তাদের চারটি ইউনিটের ১৪টি গাড়ি আগুন নির্বাপণ কাজে অংশ নেয়। দগ্ধ হয়ে মারা যাওয়া দুজন কারখানাটির কর্মী বলে জানায় ফায়ার সার্ভিস।
গত মঙ্গলবার সকালেও নগরীর ষোলশহরের পলিটেকনিক্যাল মোড় এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতেও হতাহতের ঘটনা ঘটেনি।

ডিসি/এসআইকে/আরএআর