একসঙ্গে ৪ নবজাতক প্রসব চট্টগ্রামে, চারজনেরই মৃত্যু

প্রতীকী ছবি

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রাম নগরে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।  তবে প্রসব করা চারটি সন্তানই মৃত্যুবরণ করেছে।  এর কারণ হিসেবে জানা গেছে, প্রসব করা চারটি সন্তানের বাড়ন্ত সময় মাত্র ৫ মাস (প্রিম্যাচিউরড্) হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।
রবিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারী শাহ আলমের স্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে প্রিম্যাচিউর চার সন্তানের জন্ম দেন।  কামরুন নাহার সুমু একসঙ্গে ৪ নবজাতক প্রসব করলেও বাঁচানো যায়নি তাদের কাউকেই।  অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সুমু তখনো জানে না বিষয়টি।
বাবা মো. শাহ আলম এ ঘটনায় শোকে পাথর।  সেই শোক ছড়িয়ে পড়ে তার সহকর্মী ও স্বজনদের মধ্যেও।
শাহ আলম জানান, গত বছরের এপ্রিলে আমাদের বিয়ে হয়।  হঠাৎ জ্বর আসায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে সুমু।  এরপর তাকে প্রথমে বন্দর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।  চমেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে একসঙ্গে চারটি ছেলে সন্তান প্রসব হয়।  এর মধ্যে প্রথমটি মৃত ছিল।  পরের তিনটি জীবিত ছিল।  কিন্তু ৫ মাসের হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।
তিনি বলেন, চার সন্তানের নাম চার খলিফার নামে রেখে বন্দর কবরস্থানে দাফন করা হয়েছে।
বন্দর সিবিএ সাধারণ সম্পাদক মো. নায়েবুল ইসলাম ফটিক জানান, শাহ আলমের পরিবারে চারটি নবজাতকের জন্ম হলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি।  বিষয়টি অত্যন্ত শোকের।

ডিসি/এসআইকে/আরসি