গর্ভধারিণী উধাও, ইউএনও’র কোলে নবজাতক

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
সদ্য ভূমিষ্ঠ নবজাতককে হাসপাতালে ফেলে পালিয়ে গেছেন গর্ভধারিণী মা।  আর সেই শিশুটিকে কোলে তুলে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।  ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. সাঈদ রিদয়ানুল আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রবিবার রাত ১০ টার দিকে বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বিলকিছ আক্তার পরিচয়ে হাসপাতালে ভর্তি নেন।  আমাদের রেজিস্ট্রারে ওই প্রসূতি যে নাম্বার দেন সেটাও বন্ধ।  আমরা ধারণা করছি, তিনি ভূয়া পরিচয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে নবজাতক কন্যা সন্তানটি লাগাতার কান্না করতে থাকলে কর্তব্যরত নার্স গিয়ে দেখেন শিশুটির পাশে কেউ নেই।  বিষয়টি আমাকে অবগত করার পর আমি খতিয়ে দেখি।  তখন জানতে পারি রেজিস্ট্রারে দেওয়া ঠিকানা ও নাম্বার ভুয়া।  পরে বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবহিত করি।
এ বিষয়ে আনোয়ারা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন, বিষয়টি অবগত হওয়ার পর নবজাতক কন্যা শিশুটির পরিচয় জানতে কাজ করছে প্রশাসন।  পরিচয় না পাওয়া পর্যন্ত শিশুটি উপজেলা প্রশাসনের হেফাজতে থাকবে।

ডিসি/এসআইকে/এসইউআর