পাহাড় থেকে নামার সময় নদীতে পড়ে মাহিন্দ্রাচালক নিহত

বান্দরবান প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাঙ্গু নদীতে পড়ে সিং নু মং মারমা (২৮) নামে এক মাহিন্দ্রাচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ভাঙ্গা মুড়ার সোনাই ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত সিং নু মং জামছড়ি ইউনিয়নের লাপ্ফ মুখ পাড়ার চিমংপ্রু মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ের ঢালু পথে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাঙ্গু নদীতে পড়ে যায় মাহিন্দ্রা।  স্থানীয়দের সহায়তায় মাহিন্দ্রাচালক সিং নু মংকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ায় সিং নু মং মারমা নামে এক চালক নিহত হয়েছেন।  এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

ডিসি/এসআইকে/এসপিআর