একজন খালে-আরেকজন পুকুরে, বাঁচানো গেল না কাউকে

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের বোয়ালখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পৌর সদরের গোমদণ্ডী ও আহলা-করলডেঙ্গা ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামে এ ঘটনা ঘটে।  মৃতরা হলো- পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের কৈবর্ত্যপাড়ার গোবিন্দ দাসের ছেলে ধ্রুব দাস ও পূর্ব ধোরলা গ্রামের উত্তম চন্দ্র দাশের ছেলে স্বাত্তিক চন্দ্র দাশ।  ধ্রুব দাস স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়তো।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে ছন্দারিয়া খালে গোসল করতে নামে ধ্রুব।  ওই সময় ভাটার টানে পানিতে তলিয়ে যায় সে।  পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বাড়ির পাশে পুকুরে নেমে তলিয়ে যায় চার বছর বয়সী স্বাত্তিক।  পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, দুপুরে দুই শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  এর মধ্যে একজন খালে ও আরেকজন পুকুরের পানিতে তলিয়ে গিয়েছিল বলে জেনেছি।

ডিসি/এসআইকে/এসআরইউ