বর্জ্যমিশ্রিত পানি পানে আনোয়ারায় ৪ গরুর মৃত্যু

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর বর্জ্য মিশ্রিত পানি পান করে ৪টি গরু মারা গেছে।  বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মাঝিরচর এলাকায় এ ঘটনা ঘটে।  রাতে মৃত গরুগুলো নিয়ে মালিকরা কারখানার গেটে অবস্থান নেন।
ক্ষতিগ্রস্ত মো. হোসেন, মো. মনির ও সৈয়দ জামালের অভিযোগ, কিছুদিন পর পর রাঙ্গাদিয়ায় সিইউএফএল এর বিষাক্ত বর্জ্য ছেড়ে দেওয়া হয়।  এসব রাসায়নিক বর্জ্য গোবাদিয়া খাল হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে মিশছে। বিষাক্ত পানির কারণে এলাকায় চাষাবাদ হচ্ছে না।  এই পানি পান করে ৪টি গরু মারা গেছে।  এর আগে গত বছরের ৬ মে এই কারখানার বর্জ্যমিশ্রিত পানি পান করে ৮টি মহিষ মারা যায়।
বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, সিইউএফএল এর বর্জ্য পরিশোধনাগার থাকলেও সেটি ব্যবহার না করার ফলে এমন ঘটনা ঘটছে।  বিষয়টি ভূমিমন্ত্রীকে অবহিত করা হবে।
এ বিষয়ে সিইউএফএলের জেনারেল ম্যানেজার (জিএম) মাঈনুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

ডিসি/এসআইকে/এসইউআর