বাঁকখালী নদীতে ইটভাটা শ্রমিকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে ডুবে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।  নিহত মনসুর (৩২) রাজারকুল ইউনিয়নের হালদারকুল ডেইলপাড়া এলাকার সিরাজুল হকের ছেলে।
শনিবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রিপাড়া পয়েন্ট দিয়ে বাঁকখালী নদী পার হতে গিয়ে মনসুর পানির নিচে তলিয়ে যায়।  স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করে।
রাজারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য জুবাইর আহমদ জানান, মনসুর তেচ্ছিপুল এলাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।  প্রতিদিনের মত সকালে ইটভাটায় অন্য শ্রমিকদের সাথে কাজ করতে যান।  অসুস্থ থাকায় তিনি কাজ করতে পারেননি।  পরে বেলা ১২ টার দিকে বাঁকখালী নদী পার হতে গিয়ে হঠাৎ তলিয়ে যায়।  খবর জানাজানি হলে স্থানীয়রা নদীর পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান নদীতে ডুবে মনসুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর ওই অংশে পানির গভীরতা ছিলো।  এ কারণে নদী পার হওয়ার সময় অসাবধনতাবশতঃ মনসুর পানিতে তলিয়ে যায়।  মনসুর দুইসন্তানের জনক বলেও তিনি জানান।

ডিসি/এসআইকে/এফআরইউ