বিদ্যুৎস্পৃষ্টে চার জেলায় ৫ জনের মৃত্যু

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেশের ৪ জেলায় মৃত্যু হয়েছে পাঁচজনের।  তাদের মধ্যে ময়মনসিংহে দু’জন, শেরপুর, ফরিদপুর ও গোপালগঞ্জে একজন করে মারা যান।  মৃত্যুবরণকারীদের মধ্যে দু’জন নারী ও তিনজন পুরুষ।
ময়মনসিংহ
দুপুরে জেলার ফুলবাড়িয়া উপজেলার গাংবড়াইল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে।  এদের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রি খলিল মিয়া অপরজন বাড়ির মালিক আব্দুল কাদের (৭৫)।  অসাবধানতাবশত খলিল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন।  তাকে বাঁচাতে গিয়ে আব্দুল কাদের ঘটনাস্থলে মারা যান।
শেরপুর
বিদ্যুৎচালিত মোটরে গোসল করতে গিয়ে শিল্পী বেগম (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  বিকেল ৩ টার দিকে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদপুর
জেলার বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে আঞ্জিরা খানম (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  তিনি উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী তিনি।  দুপুরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ
সকালে সদর উপজেলার বলাকইড় গ্রামে নিজ সেচ ব্লকে বিদ্যুতায়িত হয়ে হাফিজ মোল্লা (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।  পরে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিসি/এসআইকে/এমএসএ