নাপিত্তছড়ার ‘ঝর্ণায় পড়ে’ পর্যটকের মৃত্যু

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝর্ণায় এক পর্যটকের মৃত্যু হয়েছে।  তার বয়স আনুমানিক ২২ বছর।  রবিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মিরসরাই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।  তবে নিহত ওই পর্যটকের এখনো পরিচয় মেলেনি।
পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।  তবে এখনো ওই পর্যটকের পরিচয় পাওয়া যায়নি।  তিনি আরও বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, তারা একসঙ্গে তিনজন ঝর্ণা দেখতে এসেছিলেন।  কিন্তু ঘটনাস্থলে গিয়ে মরদেহ ছাড়া অন্য দুজনের দেখা মেলেনি।  যতটুকু মনে হচ্ছে ঝর্ণার ওপর থেকে নিচে পড়ে লোকটি মারা গেছে’।
নাপিত্তাছড়া ঝর্ণার দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসআর ইন্টারন্যাশনালের কর্মকর্তা আয়েচ আহমেদ বলেন, ‘প্রচণ্ড বৃষ্টির কারণে আজ আমরাও টিকেট কাউন্টার বন্ধ রেখেছি।  পর্যটকও খুব কম ছিল।  এই তিনজন বেলা ১১ টার দিকে ঝর্ণায় গেছে শুনেছি।  বিকেলে খবর এলো তাদের একজন মারা গেছে।  এরপর মিরসরাই থানায় খবর দিয়েছি’।

ডিসি/এসআইকে/এসইউআর