বাঁশখালীতে এস আলমের বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, আহত এক

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মো. শাহাদাত (২২) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ জুন) বিকেল সোয়া তিনটায় এস এস পাওয়ার প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।  আহত শাহাদাত বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে।  বিদ্যুৎকেন্দ্রটি দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলমের মালিকানাধীন বলে জানা গেছে।
এসএস পাওয়ার প্ল্যান্ট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক লিটন চাকমা জানান, একজন শ্রমিক রংয়ের ব্লেন্ডিং করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পাশে থাকা রংয়ের কৌটায় আগুন লেগে বিস্ফোরিত হয়।  এসময় ওই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।  তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, বিস্ফোরণে শাহাদাতের ডান হাতের কনুই ও ডান পা ক্ষতিগ্রস্ত হয়েছে।  তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিসি/এসআইকে/এসইউ