পটিয়া-রাউজানে পৃথক অগ্নিকাণ্ডে ২৩ পরিবার নিঃস্ব

প্রতীকী ছবি

উত্তর ও দক্ষিণ জেলা প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের পটিয়া ও রাউজানে পৃথম অগ্নিকাণ্ডে ২৩টি ঘর ভষ্মিভূত হয়েছে। এতে নিঃস্ব হয়ে গেছেন ২৩ পরিবার। রবিবার পৃথক সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আমাদের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পটিয়ার ১৪ পরিবার নিঃস্ব হয়ে গেছে। পাঁচজন মালিকের একাধিক বসতঘর পুড়ে গেছে এই ঘটনায়।
শনিবার (২০ আগস্ট) রাতে পটিয়া উপজেলার অলিরহাট সরদার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগেই কাঁচা বাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দৈনিক চট্টগ্রামের উত্তর চট্টগ্রাম প্রতিনিধি জানান, রাউজান উপজেলায় আগুনে ৯ বসতঘর পুড়ে গেছে। এতে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
রবিবার (২১ আগস্ট) ভোর চারটার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মাহাফুজুল হক জানান, রবিবার ভোররাতে অ্যাডভোকেট সুধীর তালুকদার বাড়ির তপন তালুকদারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনে পুড়ে যায় ৯ বসতঘর।

ডিসি/এসআইকে/এসইউআর-এসইউ