রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ১৬ বসত-ঘর ভষ্মীভূত

রাঙামাটি প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
পার্বত্য রাঙামাটি জেলা সদরের রিজার্ভবাজার মহসিন কলোনী এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ১৬টি বসত ঘর পুড়ে গেছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে রিজার্ভবাজারের মহসিন কলোনীর মিয়া সওদাগরের ভাড়াটিয়ার বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাঙামাটি জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রায় ঘন্টা খানেক ধরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ স্থানীয় মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে প্রায় ১৬টি বসত ঘর পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি নিরুপন করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ডিসি/এসআইকে/এমএ