চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকে আগুন

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টায় হালিশহরের বড়পোল এলাকায় ওই ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হলেও ভল্ট অক্ষত রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা।
তিনি বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ করি। ক্ষতিগ্রস্ত ভবনটি ৬ তলার। ওই ভবনের দ্বিতীয় তলায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শাখা রয়েছে। ব্যাংক থেকেই আগুনের সূত্রপাত। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ফলে ওই ভবনের আর কোনো তলায় আগুন ছড়াতে পারেনি।
শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা যতটুকু দেখেছি, ব্যাংকের ভল্ট অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাংকের বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হতে পারবো, যোগ করেন আবদুল্লাহ হারুন পাশা।

ডিসি/এসআইকে/আরএআর