বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল রিকশায়, চালকের মর্মান্তিক মৃত্যু

নগর প্রতিবেদক,দৈনিক চট্টগ্রাম >>>
জীবিকার তাগিদে রিকশা নিয়ে বের হয়েছিলেন জাহেদ আলী। হঠাৎ তাঁর গায়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এ সময় আগুন লেগে তাঁর শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে যায়।
আজ রবিবার (১৪ মে) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাহেদ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান বলেন, রিকশা নিয়ে অক্সিজেন মোড় অতিক্রম করছিলেন জাহেদ। এ সময় হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তাঁর গায়ে পড়ে। ছিঁড়ে পড়া তারটিতে আগুন ধরে যায়। আগুনে রিকশাচালক জাহেদের শরীরে বিভিন্ন অংশ পুড়ে যায়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে জাহেদ আলীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
জাহেদ আলীর বাড়ি লালমনিরহাট জেলায়। তবে পরিবার নিয়ে তিনি নগরের কুলগাঁও বটতল এলাকায় থাকেন। তাঁর আট মাস বয়সী একটি সন্তান রয়েছে।
নিহত জাহেদ আলীর শ্বশুর আইয়ুব আলী আজ বিকেলে বলেন, ‘কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা মামলা করব না। লাশ দ্রুত দাফন করতে চাই’।

ডিসি/এসআইকে/আরএআর