গ্যাস-বিদ্যুৎ সরবরাহের উন্নতি হতে আরো ২ দিন সময় লাগবে : নসরুল হামিদ

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে ১০ থেকে ১২ দিন’। রবিবার (১৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে। গভীর সমুদ্রে থাকা এলএনজি টার্মিনাল দুটি সরিয়ে নেওয়া হয়েছিল। এরমধ্যেই একটি দুই দিনের মধ্যেই চালু হবে। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যটি চালু করতে সময় লাগবে। একারণেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে’।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল হতে গত ১২ মে রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একই কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় প্রায় সারা দেশেই লোডশেডিং হচ্ছে।

ডিসি/এসআইকে/এমএসএ