কাপ্তাইয়ে ২০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
‌‘গাছে গাছে সারাদেশ, আমরা সোনার বাংলাদেশ’ ও ‘মুজিব জন্মশতবর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ স্লোগানে বনবিভাগ ও কাপ্তাই উপজেলা প্রশাসনের সহায়তায় কাপ্তাইয়ে ফলদ-বনজ ও ঔষধী বৃক্ষ রোপণের মাধ্যমে উপজেলাজুড়ে ২০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের অংশ হিসেবে সারাদেশে ১ কোটি চারা বিতরণের কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর অংশ হিসেবে কাপ্তাই উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ করার পরিকল্পনা নিয়ে কাপ্তাই উপজেলায় উদ্বোধন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এবং উপজেলা সদর এলাকায় কয়েকটি চারাগাছ রোপণ করে কর্মসূচির সূচনা করেন।  এর পরপরই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ছাত্র- ছাত্রীদের মাঝে নানা জাতের গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন, দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, নাসির উদ্দিন, কাপ্তাই ইউপির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ প্রমুখ।

ডিসি/এসআইকে/এমএ