বেতাগীতে বজ্রপাত প্রতিরোধে ৫ হাজার তালের বীজ রোপণের উদ্যোগ

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
বজ্রপাত থেকে প্রাকৃতিক সম্পদ রক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আধ্যাত্মিক সাধক রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরিফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হজরত আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমানের (র.) স্মৃতি বিজড়িত সড়কের পাহাড়তলী থেকে বেতাগী চম্পাতলী পর্যন্ত তালগাছের সবুজ বেষ্টনী তৈরির উদ্যোগ নিয়েছে বেতাগি আনজুমানে রহমানিয়া।
এ লক্ষ্যে বজ্রপাত প্রতিরোধে ৫ হাজার তালের বীজ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।  হাফেজ বজলুর রহমান সড়ক বেতাগী-পাহাড়তলী অংশ থেকে চম্পাতলী পর্যন্ত চার কিলোমিটারে এসব বীজ লাগানো হবে বলে জানিয়েছেন বেতাগী আনজুমানে রহমানিয়ার সহ-সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান।  আগামি বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে পাহাড়তলী ও বেতাগী ইউনিয়নের সংযোগস্থল মহামুনি স্কুলেরর ব্রিজের পাশে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে বলে তিনি জানান।
মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, আমাদের কর্মসূচির জন্য তালবীজ সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে।  বজ্রপাত থেকে প্রাকৃতিক সম্পদ রক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আধ্যাত্মিক সাধক রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরিফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হজরত আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমানের (র.) স্মৃতি বিজড়িত সড়কের পাহাড়তলী থেকে বেতাগী চম্পাতলী পর্যন্ত তালগাছের সবুজ বেষ্টনী তৈরি করা হবে।  এ কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে পীরে তরিকত মাওলানা মুহাম্মদ শাহ জিল্লুর রহমান আলীশাহ (র.) প্রতিষ্ঠিত সংগঠন বেতাগী আনজুমানে রহমানিয়ার তত্ত্বাবধানে।  এর উদ্যোক্তা দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মজিআ)।  যিনি দীর্ঘদিন ধরে সবুজ আন্দোলনের সঙ্গে জড়িত।  তিনি তালগাছে রোপণের জন্য জনমত তৈরি করছেন।  জলবায়ু পরিবর্তনের জন্য বেড়ে যাওয়া বজ্রপাতের ভয়াবহতা থেকে প্রাকৃতিক ক্ষয়ক্ষতি ও পরিবেশকে রক্ষা করবে তালগাছ।  এশিয়ার তাল গাছ বায়ু দূষণের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।  দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায় তালগাছসহ ফলদ বৃক্ষ রোপণের বিকল্প নেই।

ডিসি/এসআইকে/এসইউআর