ঈদ-উল আযহা : বিকাল চারটার মধ্যে বর্জ্য অপসারণের প্রস্তুতি চসিকের

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
আসন্ন ঈদ-উল আযহার দিন বিকাল চারটার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।  এলক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি।  বুধবার (২৯ জুলাই) সকালে আয়োজিত প্রস্তুতি সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সভাপতিত্ব করেন।  এ কাজের জন্য কর্পোরেশন প্রায় ৫ হাজার শ্রমিক, ৩৫০টি গাড়ি, পশু জবাইকৃত স্থানে ২০ টন ব্লিচিং পাওডার ছিটানোর ব্যবস্থা করেছে।  এছাড়াও কাজের দ্রুততা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওয়াকিটকি, গাড়ি, টমটম গাড়ি, বেলছা, ঝাড়ু, হুইল ভেরু’র সরবরাহ করবে সিটি কর্পোরেশন।
জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবার ৪টি জোনে বিভক্ত হয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ করবে।  ৪টি জোনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলররা হলেন মোবারক আলী (ওয়ার্ডসমূহ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৫ ও ১৬), কাউন্সিলর মো. আবদুল কাদের (ওয়ার্ডসমূহ ২৩, ২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১), কাউন্সিলর হাজী নুরুল হক (ওয়ার্ডসমূহ ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫) এবং কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী (ওয়ার্ডসমূহ ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬)।
এর মধ্যে সরু রাস্তা ও গলি থেকে বর্জ্য অপসারণের জন্য টমটম, হুইল ভেরু ও বর্জ্য অপসারণ কাজ তদারকিতে নিয়োজিত পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজারদের জন্য সিএনজিচালিত ট্যাক্সির ব্যবস্থা রাখা হয়েছে।  এছাড়া কোরবানির পশুর বর্জ্য অপসারণে নাগরিকদের সহযোগিতা চেয়ে চট্টগ্রামের স্থানীয় পত্রিকাগুলোতে বিজ্ঞাপন প্রচার, প্রতিটি ওয়ার্ডের মসজিদগুলোতে শুক্রবার জুমার খুতবায় ইমাম সাহেবের মাধ্যমে প্রচার, হ্যান্ড বিল ও লিফলেট বিলির ব্যবস্থা করা হয়েছে।  কর্পোরেশনের পক্ষ থেকে এবারো বর্জ্য অপসারণে ওয়ার্ডে যত ট্রিপ গাড়ি দেওয়া প্রয়োজন তা দেয়া হবে জানানো হয়েছে।  এ জন্য দামপাড়াস্থ চসিক কার্যালয়ে ১টি কন্ট্রোলরুম খোলাসহ চসিকের প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখা ও পরিবহন পুলকে প্রস্তুত রাখা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন কোরবানির ঈদের বর্জ্য অপসারণে নগরবাসীসহ সকল ওয়ার্ড কাউন্সিলর, কর্পোরেশনের পরিচ্ছন্ন, প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেছেন।  বিশেষ করে এবারে করোনা মহামারিকালে সর্বোচ্চ সতর্কতার সাথে পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন মেয়র।  তিনি এবারো অন্যান্যবারের মত বর্জ্য অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাফল্য ধরে রাখতে পারলে পরিচ্ছন্ন বিভাগের দায়িত্বরত শ্রমিক-সেবকদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে বলে জানান।
সভায় চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ সফিকুল মান্নান সিদ্দিকী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী সহ পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার ও দলনেতাগণ উপস্থিত ছিলেন।

ডিসি/এসআইকে/এমএনইউ