মানিকছড়ি বাজারের বেহাল অবস্থা, দেখার কেউ নেই

মো. জাকির হোসেন, মানিকছড়ি প্রতিনিধি >>>
পার্বত্যজেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রাজ বাজারের রাস্তাগুলো বেহাল অবস্থায় পরিণত হয়েছে।  দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় খানাখন্দ সৃষ্টি ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।  এতে করে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত পথচারী ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সবচেয়ে খারাপ অবস্থায় মং রাজবাড়ি গেইট থেকে মন্দির মার্কেটের আগ পর্যন্ত সড়কের।
সেখানকার ব্যবসায়ীরা দৈনিক চট্টগ্রামকে জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে।  দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থান দেবে গিয়ে, সড়কের ইট-সুঁরকি উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।  বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি আটকে থাকে।  এতে যানবাহন ও চলাচলকারীরা দুর্ঘটনায় পড়েন।  বিশেষ করে অসংখ্য শিশু-কিশোর ও বৃদ্ধরা প্রতিদিন যাতায়াত করেন এ সড়ক দিয়ে।  ফলে তাদের চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ–সভাপতি রুপন পাল দৈনিক চট্টগ্রামকে জানান, সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে।  আশা করছি অচিরেই তা বাস্তবায়ন হবে।

ডিসি/এসআইকে/এমজেএই্চ