সেন্টমার্টিন থেকে কুকুর সরিয়ে টেকনাফে স্থানান্তর

কক্সবাজার প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
সেন্টমার্টিন দ্বীপের কুকুর ধরে এনে টেকনাফে পুনর্বাসন করছে উপজেলা প্রশাসন।  দ্বীপের পর্যটক ও বাসিন্দাদের কুকুরের উপদ্রব থেকে রক্ষা করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রবিবার (২৭ মার্চ) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করেন।  এসময় ইউএনও বলেন, দ্বীপবাসী ও পর্যটকদের প্রতিনিয়ত উপদ্রব করে স্থানীয় কুকুরের পাল।  আবার এসব কুকুর হত্যা করাও আইনত অপরাধ।  তাই বিকল্প পন্থা হিসেবে সেন্টমার্টিন থেকে টেকনাফের মূল ভূখণ্ডে কুকুর পুনর্বাসন করা হচ্ছে।  সপ্তাহ ধরে এ কার্যক্রম চলবে।
টেকনাফ প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় উপজেলা পরিষদ এই কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান পারভেজ চৌধুরী।

ডিসি/এসআইকে/এফআরইউ