কোন বয়সে কতটুকু ঘুমানো উচিত?

জিজ্ঞাসা ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
বেলা ১২টা বেজে আরও কিছুক্ষণ হলো।  এতক্ষণে ঘুম থেকে বেশিরভাগ মানুষই উঠে গেছে।  যারা এখনও ওঠেনি, তাদের ঘুমটা খুবএকটা স্বাস্থ্যসম্মত নয়।  সঠিক ঘুম শরীরের জন্য জরুরি।  পর্যাপ্ত পরিমাণ ঘুম দেহ ও মনকে চাঙ্গা রাখে; পরবর্তী দিনের কাজ করতে দেহকে প্রস্তুত করে।
তবে বয়সভেদে ঘুমের মাত্রার কিন্তু তারতম্য রয়েছে।
সাধারণত শিশুদের একটু বেশি ঘুমাতে হয় প্রবীণ ও প্রাপ্তবয়স্কদের তুলনায়।  বয়স অনুযায়ী প্রতিদিন কোন মানুষের কতটুকু ঘুমানো জরুরি; এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের পরামর্শপত্র কী বলছে দেখে নেয়া যাক-
* ৬ থেকে ৯ বছর বয়সী শিশুদের রাতে অন্তত ৯-১১ ঘণ্টা ঘুমানো প্রয়োজন।  তবে নিয়মিত ৭-৮ ঘণ্টা             ঠিকঠাক ঘুমাতে পারলেও ওরা নিজেকে চালিয়ে নিতে পারে।
* ৮-১০ ঘণ্টা ঘুম প্রয়োজন ১০ থেকে ১৭ বছর বয়সীদের।  তবে কারও কারও নিয়মিত ৭ ঘণ্টা ঘুমালেও চলতে     পারে।
* মনে রাখা ভালো, বয়ঃসন্ধিকালে অনেকেরই প্রায় ১১ ঘণ্টা ঘুমানো প্রয়োজন হতে পারে।  কিন্তু ১১ ঘণ্টার          চেয়ে বেশি ঘুমালে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে।
* ১৮ থেকে ৬৪ বছর বয়সী মানুষের রাতে ৭-৯ ঘণ্টা ঘুমানো প্রয়োজন।  তবে কারও কারও নিয়মিত ৬ ঘণ্টা       ঘুমেও সব ঠিকঠাক থাকতে পারে।
* ৬৫ বছরের চেয়ে বেশি বয়সীদের জন্য ঘুমানো প্রয়োজন ৭-৮ ঘণ্টা।
   শিকাগোর লয়োলা ইউনিভার্সিটির লিডিয়া ডনকারলোস বলেন, ছুটির দিনে ঘুম পুষিয়ে নেওয়ার চিন্তা                অনেকেই করেন।  কিন্তু আসলে ‘বকেয়া ঘুম কখনোই পুষিয়ে নেয়া যায় না’।

ডিসি/এসআইকে/এমএসএ