আপনার বাইকটি খোয়া গেছে? মিলিয়ে নিনতো

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
মোটরসাইকেল খোয়া গেলে এখনই মিলিয়ে নিন রেজিস্ট্রেশন নম্বর কিংবা চেসিস নম্বর।  মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানী ও কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে ১৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।
ডিবি লালবাগ বিভাগ জানায়, উদ্ধার করা মোটরসাইকেলগুলো বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে।  এসব মোটরসাইকেলের সঙ্গে কারো খোয়া যাওয়া মোটরসাইকেল মিলে গেলে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস জানান, প্রথমে হাতিরঝিল মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরাই চক্রের সদস্য আবুল কালাম, রুবেল, সাগর, বাবু, আফজাল ও রাশেদুলকে গ্রেফতার করা হয়।  এ সময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যমতে ধারাবাহিক অভিযানে কুমিল্লার মুজাফফরগঞ্জ এলাকা থেকে ১২ টি চোরাই মোটরসাইকেলসহ ফারুক ও হেলালকে গ্রেফতার করা হয়।  গ্রেফতাররা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় সিন্ডিকেড চক্রের সদস্য।
তারা ছিনতাই বা চোরাই মোটরসাইকেল নিজেরা ড্রাইভিং করে চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকায় দিয়ে আসেন।  পরে চক্রের দলনেতা ফারুক চোরাই মোটরসাইকেলের আকৃতি পরিবর্তন করে চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন বলেও জানান ডিবির এ কর্মকর্তা।
উদ্ধার হওয়া চোরাই মোটরসাইকেলগুলোর নম্বর-
(১) লাল রংয়ের একটি এপাচি আরটিআর ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার               চেসিস নং- MD624HC10G2N44263।
(২) লাল রংয়ের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল। যার রেজিস্ট্রেশন নম্বর প্লেটে বগুড়া-ল-১২-১২৫২       এবং চেসিস নম্বর- MD2A11CZ0FWE94588।
(৩) নীল রংয়ের একটি পালসার এনএস রেজিস্ট্রেশন নম্বর প্লেট বিহীন মোটরসাইকেল, যার চেসিস                    নম্বর-MD2A820Z2GCK02990।
(৪) নীল রংয়ের একটি পালসার ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল। যার চেসিস                  নম্বর-MD2A11CY5HWA89112।
(৫) কালো রংয়ের একটি সুজুকি ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল। যাহার চেসিস              নম্বর- NG4BW-110426, যা ঝালাই এর কারণে অস্পষ্ট। ইঞ্জিন নম্বর- BGA1-662080।
(৭) লাল রংয়ের একটি হিরো গ্লামার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস                         নম্বর- MBLJA06EZCGK00162।
(৮) নীল ও কালো রংয়ের একটি বাজাজ ডিসকভার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস        নম্বর-MD2A14AZ8EWK05490।
(৯) নীল রংয়ের একটি হিরো হোন্ডা গ্লামার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস                  নম্বর- MBLJA06ANGGM10575।
(১০) কালো রংয়ের একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার                 চেসিস নম্বর-MB8NG4BAAF8130356।
(১১) লাল ও কালো রংয়ের একটি বাজাজ ভিসকভার ১২৫ সিসি রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটর                    সাইকেল, যার চেসিস নম্বর- PSUB44BY3LTM58623।
(১২) সাদা রংয়ের একটি ইয়ামাহা ফেজার রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল,                                   যার চেসিস নম্বর-2CL31404889।
(১৩) কালো রংয়ের একটি বাজাজ প্লাটিনা রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, যার চেসিস                      নম্বর- MD2A18AZ4FWK78896।
(১৪) কালো রংয়ের একটি ইয়ামাহা ভারসন-৩ আরওয়ান-১৫ রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল,           যার চেসিস নম্বর- MH3RG4710LK142730 ।
(১৫) কালো ও সাদা রংয়ের একটি আরটিআর টিভিএস এপাচি রেজিস্ট্রেশন নম্বর প্লেট বিহীন মোটরসাইকেল,         যার চেসিস নম্বর-MD634KE47F2F52838।
(১৬) কালো ও লাল রংয়ের একটি বাজাজ পালসার রেজিস্ট্রেশন নম্বর প্লেট বিহীন মোটরসাইকেল, যার চেসিস          নম্বর-PSUA11CY8MTA88687।
(১৭) একটি টিভিএস এপ্যাচি আরটিআর রেজিষ্ট্রেশন নম্বর প্লেট বিহীন মোটরসাইকেল, ইঞ্জিন ও চেসিস নম্বর         পাঞ্চিং।

ডিসি/এসআইকে/এমএসএ