ভারত-মিয়ানমার থাকলেও সেরা দেশের তালিকায় নেই বাংলাদেশ

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
বিশ্বের সেরা দেশের তালিকায় মিয়ানমার-ভারত থাকলেও নেই বাংলাদেশ। টানা চতুর্থবারের মতো বিশ্বের সেরা দেশ নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড। ওয়াশিংটনভিত্তিক একটি সংস্থার জরিপে ৭৩টি দেশের তালিকা সূত্রে এই তথ্য জানা গেছে। ‘ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট’ এর করা ‘বেস্ট কান্ট্রিস ২০২০’ তালিকায় এশিয়ার মধ্যে ১৫তম স্থানে রয়েছে চীন। আর ভারতের স্থান ২৫তম।
আন্তর্জাতিক চাপে থাকা মিয়ানমার রয়েছে ৫৭তম স্থানে। এছাড়া সেরা দেশের তালিকায় তৃতীয় স্থানে জাপান, চতুর্থ স্থানে জার্মানি। পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। আর সপ্তম স্থানে যুক্তরাষ্ট্র। অষ্টম, নবম ও দশম স্থানে আছে সুইডেন, নেদারল্যান্ডস ও নরওয়ে।
আমেরিকা, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৩৬টি দেশের ২০ হাজারেরও বেশি মানুষের ওপর এ জরিপ চালানো হয়। অর্থনৈতিক, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নাগরিক জীবনযাপন, পর্যটনসহ ৬৫টি নিয়ামকের ওপর ভিত্তি করে সেরা দেশের তালিকাটি করা হয়েছে।

ডিসি/এসআইকে/ডিসিডি