মানিকছড়িতে মানব সেবায় নিয়োজিত নানা পেশার মানুষ

মো. জাকির হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি >>>
পার্বত্য খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে মানব সেবায় নিয়োজিত নানা শ্রেণি–পেশার মানুষ। বর্তমান বিশ্বের মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে তাদের এমন উদ্যোগ।
উপজেলার গচ্ছাবিল, আমতলা, মহামুনি, গাড়িটানা (নয়াবাজার) সহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক কীটনাশক ছিটানো, যানবাহনে স্প্রে করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক মাইকিং করাসহ পথে পথে বিশুদ্ধ পানির বোতল রেখে মানব সেবায় এগিয়ে এসেছেন তারা।
গচ্ছাবিল বাজার মালিক সমিতির সভাপতি ডা. গোলাম হোসেন দৈনিক চট্টগ্রামকে জানান, তাদের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তাদের মতো করে যার যার অবস্থান থেকে সমাজের সকলকে এগিয়ে আসা উচিত।

ডিসি/এসআইকে/এমজেএইচ