করোনায় একদিনে ১৫ জনের মৃত্যু, আক্রান্ত আরো ২৬৬ জন

ঢাকা ব্যুরো, দৈনিক চট্টগ্রাম >>>
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যকঅ। নিয়ে দেশে করোনাভাইরাস কোভিড- ১৯ এ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। একদিনে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন ২৬৬ জন। মোট ২১৯০ টি নমুনা পরীক্ষা করে এই ২৬৬ জনের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ সনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৩৮ জনে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই সময় যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এবং সার্বিক বিষয়ে তথ্য প্রদান করেন ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৯০টি। গত একদিনে সুস্থ হয়েছেন ৯ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৮ জন। নতুন করে কয়েকটি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে বলেও স্বাস্থ্য বুলেটিনে উল্লেখ করেন।

ডিসি/এসআইকে/এমএসএ