আমিরাতে করোনায় ফটিকছড়ির আরো একজনের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি >>>
ভাগ্যের চাকা সচল রাখতে দীর্ঘ আট বছর প্রবাস জীবনে ছিলেন উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রেমিটেন্স যোদ্ধা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী মুহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৫)। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনিও মৃত্যুবরণ করলেন। গত রবিবার (১৯ এপ্রিল) দুপুরে আমিরাতের সারজাহস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চুন্নু’র বাপের বাড়ির মৃত আমিনুল হকের ছেলে জাহাঙ্গীর। তিনি সারজায় থাকতেন এবং পাইপ ফিটার মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
জানা গেছে, গত ২০ দিন আগে জাহাঙ্গীরের শরীরে কোভিড- ১৯ ধরা পড়ে। হাসপাতালে ভর্তি অবস্থায় পরিবারের সাথে তার আর যোগাযোগ হয়নি। তবে, সারজায় অবস্থানরত নিকট আত্মীয়রা হাসপাতালে খবরা-খবর রাখতেন। দীর্ঘ ৮ বছর ধরে জাহাঙ্গীর আমিরাত প্রবাসী। গত ৮ মাস আগে সর্বশেষ নিজ বাড়ি থেকে ঘুরে যান এক সন্তানের জনক জাহাঙ্গীর।
এর আগে গত ৫ এপ্রিল আমিরাতে সালাউদ্দিন (৩৫) নামের অপর এক প্রবাসী মৃত্যুবরণ করেন। তিনিও ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের বাসিন্দা।

ডিসি/এসআইকে/এমজেইউ