করোনা পরিস্থিতি নিয়ে কাপ্তাইয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাহফুজ আল, কাপ্তাই প্রতিনিধি >>>
‘মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে। কোনো দুঃসময় চিরস্থায়ী নয়। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে হলে চাই সমন্বিত প্রচেষ্টা। এব্যাপারে কাপ্তাইয়ের প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা নিরলসভাবে কাজ করছে। সামাজিক দুরত্ব বজায় রেখে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। এখন সবচেয়ে বেশি প্রয়োজন লকডাউনে কর্মহীন, দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো। সবাইকে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করে যেতে হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদ আয়োজিত সমন্বয় সভায় এসব কথা বলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। এদিন বিকাল চারটায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই ২৩ বেঙ্গল রেজিম্যান্টের জোন কমান্ডার লে. কর্নেল তৌহিদুজ্জামান, কাপ্তাই সার্কেল এডিশনাল এসপি জোনায়েদ কাউছার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডা. মাসুদ আহমেদ চৌধুরী, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশ্রাফ উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, রাইখালী ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত প্রমুখ।

ডিসি/এসআইকে/এমএ