কুমিল্লায় নতুন করে সনাক্ত ৯

মো. ইয়াছিন আরাফাত, কুমিল্লা থেকে >>>
চট্টগ্রাম বিভাগের বৃহত্তর কুমিল্লা জেলায় ৯ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছেন। কুমিল্লায় করোনার প্রকোপ গতকালের চেয়ে আজ কিছুটা কমেছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুমিল্লায় সর্বমোট ৯ জন করোনা রোগী পাওয়া গেছে। এর মধ্যে সর্বাধিক দেবীদ্বার উপজেলায় ৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ব্রাহ্মণপাড়া উপজেলায় ১ জন, মুরাদনগর উপজেলায় ১ জন, দাউদকান্দি উপজেলায় ১ জন করে আক্রান্ত হয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান ।
কুমিল্লার দেবীদ্বারে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর।
এ পর্যন্ত কুমিল্লা থেকে ১ হাজার ৬৯৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার মধ্যে ১ হাজার ৪৯৪টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, জেলায় মোট করোনা শনাক্ত হয় ৭৭ জনের। এদের মধ্যে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৯ জন সুস্থ হয়েছেন।

ডিসি/এসআইকে/এমআইএ