বোয়ালখালীতে বিধি-নিষেধ ভেঙ্গে বিয়ে, জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি >>>
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেই সরকারি বিধি-নিষেধ ভঙ্গ করে বিয়ে করার ঘটনা ঘটেছে।  ইউনিয়নের সি ওয়ার্ড এর নুর আহমদ জমাদার বাড়িতে এই ঘটনা ঘটে।  জানা গেছে, ঢাকায় এক্সিম ব্যাংকে কর্মরত এক ব্যক্তি গত ২৭ এপ্রিল ঢাকা থেকে বোয়ালখালী উপজেলায় আসেন।  ঢাকা থেকে আসার পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিলেও তিনি তা না মেনে আশেপাশের এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন।  সর্বশেষ গতকাল শুক্রবার (১ মে) বিয়ে করে নববধূকে নুর আহমদ জমাদার বাড়িতে নিয়ে যান।  বিষয়টি আগে থেকে জেনে ইউনিয়ন পরিষদের মেম্বারসহ সকলে নিষেধ করলেও তা তিনি অমান্য করেন।
শুক্রবার দুপুর ২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশে সেনাবাহিনী ও পুলিশ নিয়মিত টহলে থাকাকালীন এলাকাবাসীর অভিযোগ পেয়ে ওই বাড়িতে যান এবং অভিযোগের সত্যতা পান।  সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারের নির্দেশিত হোম কোয়ারেন্টিন না মেনে ঘোরাঘুরি করা ও বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসায় সরকারি নির্দেশ অমান্য ও সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ানোয় ওই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।  তাকে বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন এ থাকার নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মুবিন এর নেতৃত্বে ১৮ বীর ব্যাটালিয়ন এর সেনা সদস্যবৃন্দ এবং এসআই সৈয়দ মাহফুজ এর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশ।

ডিসি/এসআইকে/এসএইচজে