১৬ মে পর্যন্ত বন্ধ গণপরিবহনও, চালু হতে পারে ঈদের পর

ছবি- ইন্টারনেট থেকে।

দৈনিক  চট্টগ্রাম ডেস্ক >>>
চলমান বৈশ্বিক করোনাভাইরাস মহামারি ঠেকাতে সরকারের ঘোষিত ‘সাধারণ ছুটির’ সঙ্গে সঙ্গতি রেখে সারা দেশে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞাও ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।  তাতে বলা হয়, জরুরি পরিষেবার বাহন; খাদ্যসহ সব ধরনের পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, শিশুখাদ্য, ত্রাণ, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য পরিবহনের যানবাহন; ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী বহনকারী গাড়ি এবং গণমাধ্যমের গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।  তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলে সতর্ক করে দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ২৬ মার্চ থেকে সব অফিস আদালত বন্ধ রেখে মানুষকে যার যার ঘরে থাকতে বলা হয়েছে।  তখন থেকেই সড়ক, নৌ ও আকাশপথে যাত্রী পরিবহন বন্ধ রাখা হয়েছে।  এরপর কয়েক দফায় সেই ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে ১৬ মে পর্যন্ত।  আসন্ন রোজার ঈদের সময়ও আন্তঃজেলা যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (৪ মে) এক আদেশে বলেছে, ‘সাধারণ ছুটির’ এই সময়ে এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল ‘কঠোরভাবে’ নিয়ন্ত্রিত থাকবে।  জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তা ‘সতর্কভাবে’ বাস্তবায়ন করবে।

ডিসি/এসআইকে/এমএসএ