আবুতোরাব ভুইঁয়া মার্কেটের ১৫ দোকানের ২ মাসের ভাড়া মওকুফ

আজমল হোসেন, মিরসরাই প্রতিনিধি >>>
করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে সারা দেশে চলছে লকডাউন।  লকডাউনে ঘরবন্দী দোকান মালিকরাও।  লকডাউন থাকায় দীর্ঘদিন দোকানপাট বন্ধ রয়েছে।  এ কারণে প্রায় ১৫টি দোকানের ভাড়া মওকুফ করে উদারতার দৃষ্টান্ত দেখালেন উত্তর চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ভূঁইয়া মার্কেটের নজরুল ইসলাম ভূঁইয়া।  তার মালিকানাধীন ১৫টি দোকানের ভাড়া মওকুফ করেন তাঁর সন্তান ইমন ভূঁইয়া।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের টানা সাধারণ ছুটির ঘোষণা চলমান রয়েছে।  এ সময়ের মধ্যে জনগণকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।  একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।  এমতাবস্থায় ভূঁইয়া মার্কেটের প্রায় ১৫টি দোকান দীর্ঘদিন বন্ধ থাকায় ওই সব দোকানের এপ্রিল-মে মাসের ভাড়া মওকুফ করে দেয় মালিকপক্ষ।
ভূঁইয়া মার্কেটের সত্ত্বাধিকারী ইমন ভূঁইয়া দৈনিক চট্টগ্রামকে জানান, করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে সরকারি নির্দেশনা ও লকডাউনে থাকা মার্কেটের সব দোকান বন্ধ থাকায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।  বিষয়টি মানবিক বিবেচনায় রেখে এপ্রিল-মে মাসের ভাড়া সব মিলে প্রায় ১ লক্ষ টাকা মওকুফ করা হয়েছে।

ডিসি/এসআইকে/এএইচ