ফটিকছড়িতেও বন্ধ থাকবে শপিং মল

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
করোনা প্রাদুর্ভাবে পুরো বিশ্ব থমকে গেছে; বাদ পড়েনি বাংলাদেশও।  করোনার এমন সংকটকালীন মুহূর্তে এসে পড়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর।  এই ঈদকে সামনে রেখে সরকারি বিধিনিষেধ মেনে শপিংমল খোলার সিন্ধান্ত দিয়েছে সরকার।  কিন্তু পুরো বিশ্বের ন্যায় ফটিকছড়িও করোনায় আক্রান্ত।  তাই মরণব্যাধি কোভিট-১৯ ঝুঁকির সম্মুখীন না হয়ে শপিং মল ও ঈদ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফটিকছড়ির বিভিন্ন বাজার, শপিংমল ব্যবসায়ীর সমিতি।
আজ শনিবার (৯ মে) দুপুর ৩ টায় উপজেলা পরিষদে আয়োজিত বিশেষ সভায় এমন সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।  উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সবায় উপস্থিত ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।  আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন, সাধারণত সম্পাদক মোহাম্মদ শাহজালাল, নানুপুর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. সেলিম জাফর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, আজাদী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, বিবিরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিউল আলম দুলাল, সভাপতি দিদারুল বশর, বৃন্দাবন হাট বাজার ব্যবসায়ীর সভাপতি মো. জয়নামুল হক, দাঁতমারা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
সভায় ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা বলেন, সারা বাংলাদেশের মত ফটিকছড়িও করোনায় আক্রান্ত, ফটিকছড়ি উপজেলার সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির আহবানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বাজার/মার্কেট/শপিংমল এর সম্মানিত ব্যবসায়ীদের পক্ষ হয়ে বর্তমান পরিস্থিতিতে ঔষধ/খাদ্যদ্রব্য/কাঁচাবাজার/কীটনাশক/সার/গ্যাস সিলিন্ডার/মোবাইল রিচার্জ/মোবাইল ব্যাংকিং/ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।  অনুমতি প্রাপ্ত দোকানসমূহ সরকারের সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

ডিসি/এসআইকে/এমজেএ