হাটহাজারীতে ৩৭৫ দোকানের ভাড়া মওকুফ করলেন দোকান মালিক

সারওয়ার মোর্শেদ।

এম. মোতাহের উদ্দিন মাজেদ, হাটহাজারি থেকে >>>
হাটহাজারী উপজেলায় ৩৭৫টি দোকানের ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্হাপন করেছেন দোকান মালিক সরওয়ার মোর্শেদ।  সারাদেশে করোনার প্রকোপে যখন ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তখন বিভিন্ন মহল থেকে অনুরোধ আসছে ঘড় ভাড়া, দোকান ভাড়া মওকুফ এর।  বিশেষ করে দোকানপাট বন্ধ থাকায় মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে।  এমন ক্রান্তিকালে অনেকের মত সরওয়ার মোর্শেদ এর মালিকানাধীন হাটহাজারীর কাচারি রোডে অবস্হিত হাটহাজারী সিটি সেন্টার ও এন জহুর শপিং কমপ্লেক্স নামক দুইটি শপিং মল এর ৩৭৫টি দোকানের এপ্রিল ও মে মাসের দোকান ভাড়া মওকুফ করে রীতিমত দৃষ্টান্ত স্হাপন করেছেন।
শনিবার (৯ মে) এপ্রিল সকালে হাটহাজারী সিটি সেন্টার ও এন জহুর শপিং সেন্টার এর সকল ব্যবসায়ীদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে আজ ১০ মে থেকে দোকান খোলার বিষয় নিয়ে আলোচনা হয়।  বৈঠকে সাধারণ জনগণকে সংক্রমণ থেকে রক্ষা এবং করোনার সার্বিক বিষয় বিবেচনা করে দোকান না খোলার সিদ্বান্ত হয়।  করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্বান্ত নেন ব্যবসায়ীরা।
অন্যদিকে, প্রায় দুই মাস ধরে মার্কেট, দোকানপাট বন্ধ থাকায় দোকান ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন।  দোকান কর্মচারীদের বেতন দেওয়াও সম্ভব হয়ে উঠছে না।  এই পরিস্থিতিতে দোকান ভাড়া দেয়াটা অসাধ্য হয়ে পড়েছে।  এই পরিস্থিতি বিবেচনা করে হাটহাজারী সিটি সেন্টার ও এন জহুর শপিং কমপ্লেক্স এর মালিক সরওয়ার মোর্শেদ ২ মাসের দোকান ভাড়া মওকুফ এর ঘোষণা দেন।
সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন দৈনিক চট্টগ্রামকে বলেন, আমরা দোকান ব্যাবসায়ীরা দোকান মালিক সরওয়ার মোর্শেদ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।  আজ প্রায় ২ মাস যাবত দোকান বন্ধ থাকাতে ব্যবসায়ীদের যথেষ্ট ক্ষতিরমুখে পড়তে হয়েছে।  অনেকের জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে পড়েছে।  এমন পরিস্থিতিতে সরওয়ার ভাইয়ের এমন সিদ্বান্ত আসলেই হাটহাজারীতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
হাটহাজারীর সুধীমহল মনে করছে এই দৃষ্টান্ত দেখে হয়ত হাটহাজারীর অন্যান্য দোকান মালিকেরাও ব্যবসায়ীদের প্রতি সদয় হতে আগ্রহ প্রকাশ করবেন।
উল্লেখ্য, হাটহাজারী পৌরসদরে হাটহাজারী সিটি সেন্টার, এন জহুর শপিং কমপ্লেক্সসহ গনি মার্কেট, আমীর এরশাদ প্লাজা, আলী মমতাজ শপিং সেন্টার ব্ন্ধ রাখার সিদ্বান্ত হয়েছে।

ডিসি/এসআইকে/এমএমইউএম