কর্ণফুলীতে করোনা সনাক্ত হওয়ার ১৩ দিন পর নারীর মৃত্যু

মোহাম্মদ মহিউদ্দিন, কর্ণফুলী উপজেলা প্রতিনিধি >>>
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গত ২৮ এপ্রিল ৬৩ বছর বয়সী যে নারীর দেহে করোনা সনাক্ত করা হয়েছিল তিনি গতকাল সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নোমান হোসেন।
তিনি বলেন, কর্ণফুলী উপজেলায় গত ২৮ এপ্রিল ৬৩ বছর বয়সী ওই নারী শনাক্ত হওয়ার পর সোমবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন।  তিনি আরও বলেন, ওই নারীকে সরকারি নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম শহরেই দাফন করা হবে।
মৃত্যুবরণ করা নারীর বাড়ি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইটানগর গ্রামে।
জানা যায়, কিছুদিন আগে ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট অনুভব করলে চট্টগ্রামের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে যান। তিনি ক্যান্সার আক্রান্ত রোগী হিসেবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওখানে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফৌজদারহাটের বাংলাদেশ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস- বিআইটিআইডি’র ল্যাবে পাঠানো হয়।  এরপর গত ২৮ এপ্রিল তার দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়।

ডিসি/এসআইকে/এমজেএ