করোনা হটস্পটে পরিণত চট্টগ্রাম, ঈদ পালনে সিএমপির সতর্কতা

নগর প্রতিবেদক >>>
চলমান বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস কোভিড- ১৯ ইতোমধ্যে বাংলাদেশকে প্রবলভাবে গ্রাস করতে শুরু করেছে।  প্রথমদিকে ঢাকা ও তার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জে এর প্রাদুর্ভাব বেশি থাকলেও এবার ঢাকার পরেই করোনার হটস্পটে পরিণত হতে যাচ্ছে চট্টগ্রাম।  গত ২০ এপ্রিল চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ২৫ হলেও এক মাস পরে সেই সংখ্যা একদিনেই হচ্ছে ২৫৬।  ফলে বলার অপেক্ষা রাখেনা যে, চট্টগ্রামই হতে যাচ্ছে করোনার পরবর্তী হটস্পট।  এ জন্য বেশকিছু নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও।
পবিত্র ঈদ-উল ফিতরে করোনা সংক্রমণ এড়াতে কোলাকুলি, করমর্দন, জনসমাগম পরিহার করতে জনসাধারণকে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে সিএমপি।  ইতোমধ্যে ঈদে নগরীর বিনোদন স্পটগুলোতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  আজ বৃহস্পতিবার (২১ মে) সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, রাজধানী ঢাকার পর চট্টগ্রাম নগরী এখন করোনা ভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে।  প্রতিদিন গাণিতিক হারে বাড়ছে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা।  গত ২০ এপ্রিল নগরীতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল যেখানে ২৫ জন এক মাসের ব্যবধানে গতকাল বুধবার (২০ মে) সংখ্যাটি দাঁড়ালো ৯১২ জনে।  আর পুরো চট্টগ্রাম জেলায় গতকাল বুধবার (২০ মে) পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২২৮ জনে, মারা গেছেন ৪৫ জন।  আজ বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম নগরের এই সংখ্যাটি হাজার অতিক্রম করবে।  আমরা ভয়ানক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি যার প্রমাণ নগরবাসীকে করোনাভাইরাস আক্রান্তের গ্রাফটি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিএমপির পক্ষ থেকে সরকারি-বেসরকারি পর্যায়ে শত চেষ্টার পরেও থামানো যাচ্ছে না করোনা ভাইরাসের আক্রান্তের গতি।  আক্রান্তের হার যেমন বাড়ছে, সেইসাথে মৃত্যুর হারও বাড়ছে।  সচেতনতা এবং জীবনের প্রতি ভালোবাসাই একমাত্র পথ যার মাধ্যমে করোনা ভাইরাসের এই গতিকে টেনে ধরা সম্ভব।  জাতীয় জীবনে অনেক ঈদ, উৎসব, আনন্দ পার করেছি এবং উপভোগ করেছি।  ভবিষ্যতেও ইনশাল্লাহ করবো।  কিন্তু করোনা মহামারিকালে আমাদের কাছে এবার সম্পূর্ণ ভিন্নভাবে এসেছে ঈদ-উল ফিতর।  নিজের স্বার্থে, নিজের আপনজনদের স্বার্থে এবং রাষ্ট্রের বৃহৎ স্বার্থে এই ঈদে আমরা যেন কোনোভাবেই সামাজিক দূরত্ব লংঘন না করি, আমরা যেন কোনোভাবেই নিজেরা নিজেদের বিপদ ডেকে না আনি।  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ হাজার পুলিশ সদস্য সর্বক্ষণ নগরবাসীর পাশে আছে।
উল্লেখ্য যে, গতকাল ২০ মে (বুধবার) পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৮ জনে।  মৃত্যু বেড়ে হয়েছে ৪৫ জন।  মোট আক্রান্তের ৯২০ জনই চট্টগ্রাম মহানগরের।  উপজেলাগুলোতে আছেন ৩০৮ জন।  শতকরা হিসেবে যা নগরে ৭৫% এবং গ্রামে ২৫%।  আজ বৃহস্পতিবারও আক্রান্তের সংখ্যা তিনশত ছাড়িয়েছে বলে তথ্য আসছে।  এমনটি চলতে থাকলে চট্টগ্রামকে নিয়ে ভিন্নভাবে হাটতে পারে সরকার।  কঠোর কোনো নির্দেশনাও আসতে পারে।

ডিসি/এসআইকে/আইএস