২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ২৮ জনের মৃত্যু, আক্রান্ত আরো ১৫৩২

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৮ জন। এটিই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা।  এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮০ জনে।  গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।  এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন ৩৩ হাজার ৬১০ জন।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন।
আজ রবিবার (২৪ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়।  সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।  তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১৮৪টি, পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৯০৮টি নমুনা।  এখন পর্যন্ত ২ লাখ ৪৩ হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২৫৩ জনকে।  বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৪৪৬ জন।  ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯৪ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ২ হাজার ১৬৩ জন।  তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ৩ হাজার ৬৩ জনকে।  এখন পর্যন্ত ২ লাখ ৬৩ হাজার ৪৭৯ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে।  কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৩ হাজার ৮৭ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৩৪৬ জন।  বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৫ হাজার ১৫৩ জন।

ডিসি/এসআইকে/এমএসএ