চট্টগ্রামে ভুল সিদ্ধান্ত নিয়ে গণহত্যা চালানো হচ্ছে : ডা. শাহাদাত

নগর প্রতিবেদক, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামে চলছে মৃত্যুর মিছিল।  একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে কাগুজে নিয়মের আড়ালে সমাজের সবচাইতে দুর্বল জনগোষ্ঠীর উপর গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন।
দৈনিক চট্টগ্রামে পাঠানো এক বিবৃতিতে ডা. শাহাদাত হোসেন বলেন, সিস্টেমেটিকভাবে সমাজের সবচাইতে দুর্বলদের জেনোসাইড (গণহত্যা) করা হচ্ছে।  এই করোনা মহামারির সময়ে জনগণের স্বাস্থ্য নিশ্চিত করতে না পারা গণহত্যার শামিল।  তিনি আরও বলেন, যেহেতু সরকার-প্রশাসন অপারগ, আমাদের নিজেদের দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিতে হবে।  যথাসম্ভব ঘরে থাকতে হবে।  বের হলেও প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে বের হতে হবে।  আর সবচাইতে সাবধানে থাকতে হবে করোনার উপসর্গহীন বাহকদের থেকে।  আপাতদৃষ্টিতে সুস্থ এমন মানুষ থেকেও ছড়াতে পারে করোনা।  এদের আপনি দেখলে বুঝবেনই না যে তারা বহন করছে করোনা ভাইরাস।  না থাকে তাদের কাশি, জ্বর, গলা ব্যাথা বা করোনার কোনো উপসর্গ।  সুস্থ মনে করেই আপনি তাদের সাথে মেলামেশা করবেন, আর সাথে নিয়ে আসবেন করোনার মৃত্যুদূত।  এদের মেডিকেলের ভাষায় বলে উপসর্গহীন বাহক বা এসিম্পটোমেটিক ক্যারিয়ার।  তাই বের হলে, আমাদের ধরে নিতে হবে আশেপাশের সবাই-ই করোনায় আক্রান্ত।  আর সেভাবেই আমাদের নিজেদেরকে সুরক্ষিত করতে হবে।

ডিসি/এসআইকে/আইএস