রবিবার থেকে দেশে সত্যিকার লকডাউন শুরু!

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
এতোদিন সরকারি ছুটি ও কঠোর বিধি-নিষেধকে ‘লকডাউন’ বলা হলেও সেটি সরকারিভাবে ‘লকডাউন’ ছিল না, ছিল সাধারণ ছুটি যা সরকার যে কোনো পরিস্থিতিতে করতে পারে।  বর্তমানে চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় এই অঘোষিত লকডাউন চলে বাংলাদেশে।  যদিও গত ৩১ মে থেকে এই ঘোষণার মেয়াদ শেষে দেশের সকল বন্ধ থাকা অর্থনৈতিক কার্যক্রম চালু করে দেয়া হয়।  কিন্তু দিনে দিনে করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়াতে থাকায় সরকার দেশের করোনা উপদ্রুত এলাকাকে লাল (রেড), হলুদ (ইয়েলো) এবং গ্রীণ (সবুজ) জোনে চিহ্নিত করার উদ্যোগ নেয়।  মূলত সারাদেশকে লকডাউনে না দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে সরকার করোনার অতিবেশি প্রাদুর্ভাবযুক্ত এলাকা চিহ্নিত করে সেখানেই লকডাউন দেয়ার চিন্তা-ভাবনা করে।  ইতোমধ্যে উপদ্রুত এলাকাগুলো চিহ্নিত করে করোনার প্রাদুর্ভাবের মাত্রা বিবেচনা করে রেড, ইয়েলো ও গ্রীণ জোন হিসেবে চিহ্নিত করে স্ব স্ব জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের কাছে জমা দিয়েছে।  ইতোমধ্যে রেডজোন হিসেবে কক্সবাজার পৌরসভা এলাকাকে কঠোর লকডাউনের আওতায় এনে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
আগামিকাল রবিবার (৭ জুন) থেকে রাজধানীর পুরান ঢাকার ওয়ারী ও ধানমন্ডির রাজাবাজার এলাকাকে লকডাউন ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে জোনভিত্তিক লকডাউন এর সরকারের পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ।  এটি পরীক্ষামূলকভাবে করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান।  তিনি জানিয়েছেন, আজ শনিবার (৬ জুন) দেশের কোনো এলাকাকেই লকডাউন করা হচ্ছে না।  কাল রবিবার (৭ জুন) থেকে রাজধানীর ধানমন্ডির রাজাবাজার ও পুরান ঢাকার ওয়ারী এলাকাকে পরীক্ষামূলকভাবে লকডাউন ঘোষণা করা হতে পারে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন নতুন পদ্ধতি হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহর এবং জেলা, যেগুলোতে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেগুলোকে চিহ্নিত করার কাজ চলছে।  ব্যাপকভাবে সংক্রমিত এলাকাগুলোকে ‘রেড জোন’-এর আওতায় এনে পুরোপুরি লকডাউন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এক্ষেত্রে যে এলাকায় জনবসতির প্রতি লাখে ৩০ থেকে ৪০ জন করোনা রোগী রয়েছে সেই এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণার প্রস্তুতি চলছে।  এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে ওয়ারী ও রাজাবাজার এলাকাকে লকডাউন ঘোষণার প্রস্তুতি চলছে।
হাবিবুর রহমান খান জানিয়েছেন, যেসব এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে লকডাউন করা হবে, সেই সব এলাকার কেউ কোনোভাবেই ঘর থেকে বের হতে পারবেন না।  বাইরে থেকেও কেউ ওইসব এলাকায় প্রবেশ করতে পারবেন না।  তিনি জানান, কোন এলাকা লকডাউন হচ্ছে তা এলাকাবাসীকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

ডিসি/এসআইকে/এমএসএ