রাঙ্গুনিয়ায় কলেজ প্রভাষকের লাশ দাফনে বাধা, দাফনে গাউছিয়া কমিটি

মো. জমির উদ্দিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জ্বর ও শ্বাসকষ্টে উপজেলার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আনোয়ারুল ইসলামের (৫৯) মৃত্যু হয়েছে।  তাঁর বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় হলেও তিনি রাঙ্গুনিয়ার পূর্ব সৈয়দবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন।  গত বৃহষ্পতিবার (১১ জুন) রাত ৮ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার (১২ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জানা গেছে- তার নমুনা ফলাফল নেগেটিভ এসেছে।  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর তার পরিবার-স্বজনরা লাশ নিয়ে নোয়াপাড়ার নিজ বাড়িতে গেলে বাধা দেন এলাকাবাসী।  জানা যায়, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে লাশ দাফন করতে দেননি তার নিজ বাড়িতে। লাশ দাফন করতে না পেরে দিশেহারা হয়ে পড়ে তার পরিবার।  তখন তারা রাঙ্গুনিয়া থানার সাথে যোগাযোগ করে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়িস্থ পাগলা মামার মাজার প্রাঙ্গনে লাশ নিয়ে যায়।  রাঙ্গুনিয়া থানা পুলিশ ও রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটির সদস্যরা গভীর রাতে লাশ দাফনের দায়িত্ব সেয়।  এলাকার তরুণ উদ্যমীদের নিয়ে কবর খুঁড়ে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে মৃতের নামাজে জানাযা শেষে লাশ দাফন করে।

ডিসি/এসআইকে/এমজেইউ