রাঙ্গুনিয়ায় মুক্তিযোদ্ধার শেষকৃত্য করলো না কেউ, এগিয়ে এলো গাউসিয়া কমিটি

মো. জমির উদ্দিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি >>>
রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিকাশ বডুয়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে।  কিন্তু এই বীর মুক্তিযোদ্ধাকে গোসল করানোসহ তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে কেউই এগিয়ে এলেন না।  এগিয়ে এলো গাউসিয়া কমিটি বাংলাদেশ।  এই বীর মুক্তিযোদ্ধা রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।  এদিন রাতেই তাঁর লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।  এসময় গোসল ও অন্যান্য কাজ করতে কেউ এগিয়ে না আসলে তার পরিবার গাউসিয়া কমিটির সহযোগিতা চায়।  পরে আজ রবিবার (১৪ জুন) সকাল ১০ টায় গাউসিয়া কমিটি এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন করে এই সংগঠনটি।
এতে গাউসিয়া কমিটি কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরীর নেতৃত্বে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবী টিম অংশগ্রহণ করেন।  এসময় আরো উপস্থিত ছিলেন রাউজান ফকির হাট গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, গহিরা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, রাউজান দক্ষিণ হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাকসুদুল আলম সুমন, সিকদার ঘাঠা ইউনিট শাখার সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম জব্বার ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার সদস্য সচিব অর্জুন বড়ুয়া প্রমুখ।  পরে শেষকৃত্যের আগে রাঙ্গুনিয়া থানাথানা পুলিশ বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিকাশ বড়ুয়াকে গার্ড অব অনার প্রদান করে।

ডিসি/এসআইকে/এমজেইউ