রাউজানে হচ্ছে করোনা আইসোলেশন ওয়ার্ড

রাউজান প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের রাউজান উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে সুলতানপুরে ৩১ শয্যাবিশিষ্ট্য হাসপতালকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে চালু করার জন্য বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের মালিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিণিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরে আলম দীন, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, রাউজান নোয়াপাড়া পথের হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা বাবুল মিয়া মেম্বার, নোয়াপাড়া কসমিক হাসপতালের পরিচালক নজরুল ইসলাম, রাউজান কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি তসলিম উদ্দিন, রাউজান মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জসিমউদ্দিন, সুপার ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবু জাফর, ইনটেনসিভ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নিজামউদ্দিন, প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফরমান চৌধুরী, গ্রীণ নোভা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জয়নাল, লাইফ কেয়ারের পরিচালক পারভেজ, স্টার ল্যব ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক অরুন চৌধুরী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানান, উপজেলা সদরের সুলতানপুর ৩১ শয্যাবিশিষ্ট্য হাসপাতালটি করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আইসোশেন ওয়ার্ড হিসেবে চালু করা হচ্ছে।  তবে আইসোলেশন ওয়ার্ডটি চালু করতে রোগীর শয্যা, চিকিৎসা সরঞ্জাম ও জনবল প্রয়োজন।  শয্যা ও চিকিৎসা সরঞ্জাম, ১০০টি অক্সিজেন সিলিন্ডার সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরীর প্রচেষ্টায় সংগ্রহ করা হচ্ছে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে চিকিৎসক ও নার্স দিয়ে আইসোলেশন সেন্টার চালানো হবে।  চিকিৎসক ও নার্সদের করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে যত ধরনের সহায়তা প্রয়োজন সকল ধরনের সহায়তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হবে।
বেসরকারি হাসপতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছ থেকে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানে সহায়তাস্বরুপ তাদের প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী দিয়ে সহায়তা করার অনুরোধ কর হলে বেসরকারি হাসপতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা রাজি হয়েছেন বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরে আলম দীন জানান, রাউজানে এ পর্যন্ত ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  মৃত্যুবরণ করেছেন ১৫ জন ।

ডিসি/এসআইকে/আইএস