ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালের জন্য শিল্পপতি বিপ্লবের অনুদানের চেক হস্তান্তর

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে রূপান্তরে উপজেলা প্রশাসনের আপদকালীন ফান্ডে ৩ লক্ষ টাকা অনুদান দিয়েছেন জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের ডিএমডি, বিশিষ্ট শিল্পপতি মো. মেহেদি হাসান বিপ্লব।  তার পক্ষে এই অনুদানের চেক ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিনের হাতে হস্তান্তর করেন স্থানীয় সাংবাদিক মো. কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, উপজেলা যুবলীগ নেতা সাহিদুল আলম নাহিদ, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দিন, হেয়াকো ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক মফিজ মিয়া প্রমুখ।
সম্প্রতি ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে রূপান্তরের ঘোষণা দেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।  এতে প্রায় ১ কোটি টাকার মতো খরচ হবে।  প্রতি মাসে ব্যয় হবে প্রায় ৩০ লক্ষ টাকা।  এই খরচ মেটাতে ফটিকছড়ির বিত্তশালীদের প্রতি কোভিড-১৯ হাসপাতাল রূপান্তরে এগিয়ে আসার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন।  তাঁর আহবানে সাড়া দিয়ে সর্বোচ্চ অংকের সহায়তা দিলেন দাঁতমারার সন্তান শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব।  ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবকে এ ব্যাপারে ধন্যবাদ জানিয়ে তার মত ফটিকছড়ির অন্য বিত্তশালীদেরকেও এগিয়ে আসার আহবান জানান।

ডিসি/এসআইকে/এমজেইউ