ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে এমপি ও এমপি পুত্রের ২৫ লক্ষ টাকা অনুদান

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
বিশ্বব্যাপী যখন করোনার প্রাদুর্ভাবে মানুষ দিশেহারা।  প্রতিদিনই মৃত্যুর মিছিলের পাল্লা ভারী হচ্ছে, অসংখ্য মানুষ মরছে চিকিৎসার অভাবে।  ঠিক এমন মুহুর্তে ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল করার ঘোষণা দেন ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।  হাসপাতালটিকে গড়ে তুলতে ফটিকছড়িবাসীকে এগিয়ে আসার আহবান জানান ফটিকছড়ি সাংসদ ও উপজেলা প্রশাসন।  এ আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসছে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সামাজিক সংগঠন, শিশুসহ ধনী-গরিবেরা।
ফটিকছড়িবাসীর স্বপ্নের কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল শীঘ্রই বাস্তবে রূপ দিতে এবার এগিয়ে এসেছে ফটিকছড়ির এমপি ও এমপি পুত্র।  এ হাসপাতাল সংস্কারে সহায়তার জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়ে সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি তার ব্যক্তিগত তহবিল থেকে ২০ লক্ষ টাকা এবং এমপি পুত্র সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী’র ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ টাকাসহ মোট ২৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়।
আজ বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ও উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির পরিবারের এ অনুদান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের নিকট হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন দৈনিক চট্টগ্রামকে বলেন, ফটিকছড়ির মানুষ এতটা আন্তরিক যা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি।  নিজেদের এলাকায় যেভাবে নিজেদের অর্থে হাসপাতাল তৈরি করছে তা দেখে সত্যিই আমি মুগ্ধ।  সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি’র এ অনুদানের জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিসি/এসআইকে/এমজেইউ