৮৫ বছরের বৃদ্ধ নিজের জমানো টাকা দিলেন করোনা চিকিৎসায়

মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি >>>
বিশ্বব্যাপী যখন করোনার প্রাদুর্ভাবে মানুষ দিশেহারা।  প্রতিদিনই মৃত্যুর মিছিলের পাল্লা ভারী হচ্ছে।  অসংখ্য মানুষ মরছে চিকিৎসার অভাবে।  এমন পরিস্থিতিতে ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতালকে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের ঘোষণা দেন চট্টগ্রামের ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।  হাসপাতালটিকে গড়ে তুলতে ফটিকছড়িবাসীকে এগিয়ে আসার আহবান জানান ফটিকছড়ির সাংসদ ও উপজেলা প্রশাসন।  এ আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সামাজিক সংগঠন, শিশুসহ ধনী-গরিবেরা।
তারই ধারাবাহিকতায় এবার নিজের জমানো ১০ হাজার টাকা কোভিট-১৯ বিশেষায়িত হাসপাতালে অনুদান দিলেন ৮৫ বছর বয়স্ক এক বৃদ্ধ।  হাজী মোহাম্মদ তোফায়েল আহমেদ (৮৫) নামের এই ব্যক্তি ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ আবদুর রহমান টেন্ডলের বাড়ির বাসিন্দা।  আজ বুধবার (১ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের নিকট এ টাকা হস্তান্তর করেন তোফায়েল আহমেদ ও তার পুত্র মোহাম্মদ নবীর হোসেন।
হাজী তোফায়েল আহমেদের ছেলে মোহাম্মদ নবীর হোসেন দৈনিক চট্টগ্রামকে বলেন, আমার বাবার জন্য আমরা গর্বিত।  উনি নিজের সামর্থ নিয়ে এগিয়ে এসেছেন।  আমার বাবা মানুষকে দেখানোর মনোভাব নিয়ে এগিয়ে আসেননি।  উনি শুধু চান উনার এ এগিয়ে আসা দেখে সমাজের বিশিষ্টজনেরাও এগিয়ে আসুক।  উপজেলায় একটি বিশেষায়িত কোভিড- ১৯ হাসপাতাল তৈরি হোক।  সে জন্যই বাবা এগিয়ে এসেছেন।

ডিসি/এসআইকে/এমজেইউ