কাপ্তাইয়ের চিৎমরমে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
করোনা উপসর্গ নিয়ে পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।  অংসুইউ মারমা (৫৫) নামের এই ব্যক্তির গ্রামের বাড়ি চিৎমরম বামনি বটতলী পাড়া এলাকায়।  মৃত অংসুইউ মারমা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( চুয়েট) টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।  আজ শুক্রবার (৩ জুলাই) ভোরগত রাত আড়াইটায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
জানা গেছে, মৃত্যুর আগে ওই ব্যক্তির জ্বর, হাঁচি-কাশিসহ করোনার উপসর্গ ছিল।  বিষয়টি জেলা পরিষদের সদস্য থোয়াই ছিং মং, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী ও চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আরএমও ডা ওমর ফারুক রনি দৈনিক চট্টগ্রামকে জানান, অংসুইউ মারমা নামের ওই ব্যক্তি কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি।  তার উপসর্গ ছিল বললেও করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনাও দেননি।  ফলে ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ পেতে আনুমানিক ৪ থেকে ৫ ঘন্টা সময় বিলম্বিত হওয়ায় তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

ডিসি/এসআইকে/এমএ