চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই, বাড়ছে মৃত্যুও

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
চট্টগ্রামে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।  এরই মধ্যে শনাক্ত সংখ্যা ৯ হাজার অতিক্রম করে হয়েছে ৯ হাজার ৬৬৮ জন।  ১০ হাজার ছুঁইছুঁই এই সংখ্যাকে প্রতিদিনই সমৃদ্ধ করছে নতুন করে আক্রান্তদের পরিসংখ্যান।  গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ২৬৩ জনসহ উপরোক্ত সংখ্যায় পৌঁছেছে করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা।  এছাড়াও প্রতিদিনই ৩-৬ জন ব্যক্তি সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে।  গত ২ জুলাই পর্যন্ত এই সংখ্যা ছিল ১৮৭ জন।  আজ শনিবার (৪ জুলাই ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ১ হাজার ২৩৬টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২১৯টি নমুনা পরীক্ষা করে ৬৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।  বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬১টি নমুনা পরীক্ষা করা হয়।  এতে শনাক্ত হয় আরও ১৭ জন।  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৬৪টি নমুনা পরীক্ষা করে ৮৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।  চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৩৯টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।  এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৫৮টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৪টি নমুনা পরীক্ষা করে ৫৪ জন শনাক্ত হয়।  অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের একটি মাত্র নমুনা পরীক্ষা করলে সেটিও করোনা পজেটিভ পাওয়া যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  নতুন আক্রান্ত হয়েছে ২৬৩ জন।  এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৬৮ জন।  এদের মধ্যে নগরে ১৯৬ জন এবং উপজেলায় ৬৭ জন।  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

ডিসি/এসআইকে/এসএজে