পানছড়িতে বিজিবি-সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ

আরিফুল ইসলাম মহিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি >>>
পার্বত্যজেলা খাগড়াছড়ির ভারত সীমান্ত সংলগ্ন উপজেলা পানছড়ির ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির যৌথ আয়োজনে গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করা হয়।  মুজিব শতবর্ষে স্বাস্থ্য সেবার উন্নয়নে ও করোনা ভাইরাসের এই সংকটকালে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
আজ রবিবার (৫ জুলাই) সকালে বিজিবি- ৩ এর লোগাং জোনের আয়োজনে খাগড়াছড়ি ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর ডাক্তার মেজর উম্মে হাবিবা আসমার নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে উপজাতী ও বাঙালি ৩৫ জন গর্ভবতী নারীকে প্রয়োজনীয় চিকিৎসা ও গর্ভবতী অবস্থায় করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি, বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়।  এসময় সেবা নিতে আসা প্রতিটি নারীকে ত্রাণ সহায়তাও দেয়া হয়।
বিজিবি ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডিসি/এসআইকে/এমএসএ