লামার ফাইতং এ প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ

মিজানুর রহমান, লামা (বান্দরবান) প্রতিনিধি >>>
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার দূর্গম ফাইতং ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  সোমবার (৬ জুলাই) সকাল ৮ টা থেকে ইউনিয়ন পরিষদে শারীরিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন ফাইতং ইউপি’র চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো. জুবাইরুল ইসলাম জুবাইর, ইউপি সদস্য মো. শহিদুল্লাহ মিন্টু, মো. সরোয়ার আলম ও অন্যান্য মেম্বারবৃন্দ প্রমুখ।
জানা যায়, প্রাণঘাতী করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ইউপি’র ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ২০৫ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।  উপহার সামগ্রীতে ছিল ১০ কেজি চাউল, আধা কেজি পেঁয়াজ।
এ সময় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন কোম্পানি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিতরণ করা হয়।

ডিসি/এসআইকে/এমআর