রাঙ্গুনিয়ায় এবার দাফন কাজে নারীরা!

রাঙ্গুনিয়া প্রতিনিধি >>>
উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা নারীদের দাফন-কাফনে গঠন করা হয়েছে নারী দল।  গত সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার এক নারী মৃত্যুবরণ করার প্রেক্ষাপটে নারীদের এই দাফন-কাফন দল গঠন করা হয়।  ওই নারীর গোসল-কাফন প্রক্রিয়ায় অংশগ্রহণের মধ্য দিয়ে নারীদের এই কর্মকাণ্ড সম্পৃক্ততা ঘটলো।  উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফন-কাফনে রয়েছে বাংলাদেশ গাউছিয়া কমিটির পুরুষ দল।  তাদের পাশাপাশি নারীরাও এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে নারী মৃত ব্যক্তিদের লাশ দাফন-কাফনে সহায়তা করবে বলে জানা গেছে।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা শাখা গাউছিয়া কমিটির দাফন-কাফন কাজের সমন্বয়ক জসিম উদ্দিন শাহ জানান, এক নারীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথেই সকাল বেলা গাউছিয়া কমিটির উত্তর, দক্ষিণ-মধ্যম শাখার সদস্যরা এগিয়ে এসেছেন।  মারা যাওয়া এই নারীর গোসল এবং কাফন পড়ানোর কাজটি করেছেন গাউছিয়া কমিটির প্রশিক্ষিত নারী সদস্যরা।  জানাজা এবং কবরস্থ করাসহ বাকী কাজ করেছেন গাউছিয়া কমিটির পুরুষ সদস্যরা।  গাউছিয়া কমিটির পক্ষ থেকে মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদেরও দাফন করা হয়েছে।  এখন পর্যন্ত রাঙ্গুনিয়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গে মারা যাওয়া অন্তত ১৬ জনের লাশ দাফন করেছে গাউছিয়া কমিটির দাফন টিমের সদস্যরা।  করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই ত্রাণ কার্যক্রমের পাশাপাশি রোগীকে সেবা করার কাজ করে আসছে গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পারসন ফোরকান উদ্দিন সিকদার জানান, রাঙ্গুনিয়ায় মারা যাওয়া এই নারীসহ গত সোমবার (২০ জুলাই) রাঙ্গুনিয়া উপজেলার ৪ জনের করোনা শনাক্ত হয়।  বাকী ৩ জনের বাড়ি ইছাখালী (৫৭), মরিয়মনগর (৪৫) এবং রাজাভুবন (৫৬)।  এই তিনজনই পুরুষ।  সোমবার পর্যন্ত রাঙ্গুনিয়ায় ৮২৯ জনের নমুনা সংগ্রহ হয় এবং প্রতিবেদন আসে ৭৭৯ জনের।  আক্রান্ত ১৬৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১২৮ জন।  মৃত্যুবরণ করাদের মধ্যে হাসপাতালে ২ জন এবং বাড়িতে ৭ জন।  আইসোলেশনে আছেন ৩০ জন।

ডিসি/এসআইকে/এমজে