রাউজান থানায় দুই অটোরিকশাচালক সংবর্ধিত

রাউজান প্রতিনিধি >>>
দুই সিএনজি অটোরিকশা চালককে সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা দিয়ে সংবর্ধিত করেছেল চট্টগ্রামের রাউজান থানা পুলিশ।  সোমবার (২০ জুলাই) রাতে মহামারি করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ে সেবা দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ পজিটিভ হওয়া পুলিশ সদস্য ও করোনা পজিটিভ রোগীদের বহন করে হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের এই সংবর্ধনা দেয় পুলিশ।  এসময় তাদের সম্মাননা স্মারক, নগদ অর্থ ও ৫০ কেজি ওজনের এক বস্তা করে চাউল প্রদান করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ।
দুই সিএনজি অটোরিকশা চালক হলেন উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার জসীম উদ্দীনের ছেলে মোহাম্মদ কোরবান আলী ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে মোহাম্মদ আনিস।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক অলিউল্লাহ, উপ-পরিদর্শক মহসিন রেজা, ইব্রাহিম, সাহাদাত ও কনস্টেবল কামালসহ আরো অনেকে।

ডিসি/এসআইকে/এসজেএস